Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদাবরের ন্যাশনাল বেকারির আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২১ ০৩:০৭

ঢাকা: রাজধানীর আদাবরে ১৪ নম্বর কাঁচাবাজারের ন্যাশনাল বেকারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে ওই বেকারিতে আগুন লাগে। প্রায় এক ঘণ্টা পর রাত পৌনে ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন- আদাবরে ন্যাশনাল বেকারিতে আগুন

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান সারাবাংলাকে জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে নিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেছে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে, সে বিষয়টিও তারা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

সারাবাংলা/ইউজে/টিআর

১৪ নম্বর কাঁচাবাজার আগুন আদাবর ন্যাশনাল বেকারি