Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি পরিদর্শকের মাথার ভেতরে পাওয়া গেল গুলি


২০ মার্চ ২০১৮ ১২:৩৬

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নিহত ডিবি পরিদর্শক জালালউদ্দিনের মাথার ভেতরে গুলি পাওয়া গেছে। ওই গুলির আঘাতেই তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস এই তথ্য জানান। তিনি বলেন, উদ্ধার করা গুলিটি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এদিন সকাল ১০টা ৪০মিনিটে ময়নাতদন্ত শেষ হয়। ৪০ মিনিট সময় নিয়ে ময়নাতদন্ত করেন ডা. প্রদীপ বিশ্বাস।

এর আগে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন মিরপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) বজলার রহমান। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, নিহত ব্যক্তির মাথার ডান পাশে ও পেছনে ৪টি ছোট ছিদ্র রয়েছে।

নিহত জালালউদ্দিনের বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জে। রাজধানীর সবুজবাগ পূর্ব বাসাবো এলাকায় ১০৮/৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন তিনি।

জালালউদ্দিনের স্ত্রী বীণা পারভীন জানান, তাদের পরিবারে দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস তৃপ্তি ১০ম শ্রেণিতে পড়ে। ছোট মেয়ে ফারহানা আফরোজ তুর্জা ৮ম শ্রেণিতে পড়াশোনা করে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ/এটি

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৪

আরো

সম্পর্কিত খবর