Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাইরে যারা খেলছে তাদের খেলতে দিন’

স্টাফ করেসপনডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৬

ঢাকা: পরিকল্পামন্ত্রী এম এ মান্নান সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, বাইরে যারা খেলছে তাদের খেলতে দিন (আল জাজিরার সংবাদ প্রসঙ্গে)। আপনারা সেদিকে নজর দেবেন না। আপনারা দরজা-জানালা বন্ধ করে, বাতি জ্বালিয়ে কাজ করে যান। বাইরের বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই। কাজ ফেলে রাখবেন না। দিনের কাজ দিনেই করুন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘টু ডিসকাস অ্যান্ড ভেলিডেট সেক্টর রি ক্লাসিফিকেশন অব এডিপি’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে পকিল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ।

বিজ্ঞাপন

পরিকল্পা সচিব জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিকল্পা কমিশনের সদস্য জাকির হোসেন আকন্দ, মামুন আল রশিদ, মোছাম্মৎ নাসিমা বেগম,রম্দ্রেনাথ বিশ্বাস এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাও। অনুষ্ঠানে বক্তব্য দেন কার্যক্রম বিভাগের প্রধান খন্দকার আহসান হোসেন। এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের জয়েন্ট চিফ সাইদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, ‘সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ একই মর্যাদার। এখানে সুপার মিনিস্ট্রি ও সুপার বিভাগ বলে কিছু নেই। তবে একজন সুপার মন্ত্রী আছেন। তিনি আমাদের দলনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বেই আমরা এগিয়ে যাচ্ছি। এখানে পরিকল্পনা মন্ত্রণালয় কারও ওপর খবরদারি বা কোনো মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারে না। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে যাব। যে সুযোগ আমরা পেয়েছি তা কাজে লাগাতে হবে। দেশ এখন তৈরি আছে। যেসব সমস্যা আছে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘নিষ্প্রাণ প্রশাসন কোনো প্রশাসনই নয়। প্রশাসন হতে হবে অতি চঞ্চল। অতি সুন্দর ও গতিশীল হতে হবে। কর্মকর্তাদের সৃজনশীল হতে হবে। তবে সবকিছুই করতে হবে আইনের মধ্য থেকেই। আমার বেতন কত সেটি মানুষের আগ্রহ নেই। তারা জানতে চায় এলাকার জন্য কি আনলেন। এলাকায় কয়টা সেতু কালভার্ট করা হলো। এসব দৃশ্যমান কার্যক্রমের প্রতি জনগণের আগ্রহ আছে।

তিনি আরও বলেন, ‘জাপান আমাদের শুধু উন্নয়ন সহযোগীই নয়, ভালো বন্ধুও। সেইসঙ্গে আঞ্চলিক ও সাংস্কৃতিক দিকে থেকেও আমাদের মিল রয়েছে।’

ওয়ার্কশপে জানানো হয়, বর্তমানে অর্থমন্ত্রণালয় ১৪টি সেক্টরের আওতায় বাজেট বরাদ্দ দেওয়া হয়ে থাকে। অপরদিকে পরিকল্পনা কমিশনের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১৭টি সেক্টরে বরাদ্দ দেওয়া হচ্ছে। এতে এক ধরনের জটিলতা বিরাজ করছে। এই অবস্থা থেকে উত্তরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে কর্মশালাটির আয়োজন করা হয়েছে।’

ড. শামসুল আলম বলেন, ‘সরকার এক, বাজেট এক, কিন্তু সেক্টর ভিন্ন। এটি দীর্ঘদিন চলতে পারে না। এ অবস্থা থেকে বেরিয়ে আসা উচিত। আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে চেষ্টা করছি যাতে সেক্টরগুলোও এক হয়। তা না হলে অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিভ্রান্তি তৈরি হতে পারে। এটা ভালো উদ্যোগ।

জয়নুল বারি বলেন, ‘আমরা একটি বাজেটে একীভূত কাঠামো তৈরি করতে চাই। যাতে বাজেট ও এডিপির মধ্যে কোনো পার্থক্য না থাকে।’

কর্মশালায় জাকির হোসেন আকন্দ বলেন, ‘আমার চাকরি জীবনের শুরু থেকে এখন পর্যন্ত এই সমস্যায় পড়েছি। সুন্দর এডিপি তৈরির স্বার্থে সেক্টর সংক্রান্ত এই সমস্যার সমাধান জরুরি। প্লানিং কমিশন গঠনের শুরুর দিকে ভারত, পাকিস্তান, শ্রীলংকা সব দেশেই নানা সমস্যা ছিল। সেগুলো ধীরে ধীরে তারা সমাধান করেছে। আমরাও পারব।’

সারাবাংলা/জেজে/পিটিএম

আল-জাজিরা খেলছে টপ নিউজ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাইরে যারা সংবাদ

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর