Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫২

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় পদ্মানদীর নতুন চরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মধ্যে বাপ্পি (১৪) নামে একজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এখনও নিখোঁজ রয়েছে তামিম (১৫) নামে আরও একজন।

বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ হওয়ার দেড় ঘণ্টা পর একজনের লাশ উদ্ধার করা হয়। তারা দুজনেই দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থেকে ২৬ জনের একটি দল পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসে। এসময় তারা ট্রলারযোগে নদীর কাইজ্জার চর (নতুর চর) এলাকায় গোসল করতে পানিতে নামলে দুই জন নিখোঁজ হয়।

মাওয়া নৌ পুলিশের ইনচার্জ সিরাজুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং দুই জন নিখোঁজের বিষয়টি নিশ্চিত হই। নিখোঁজের দেড় ঘণ্টা পরে বাপ্পি নামে একজনের লাশ উদ্ধার করা হলো।

মুন্সীগঞ্জের মাওয়া কোস্টগার্ডের পেটি অফিসার মো. মনিরুজ্জামান বলেন, ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। আমরাও উদ্ধার তৎপরতা শুরু করেছি। দ্রুতই নৌ পুলিশ, ফায়ার সার্ভিস এবং জেলা পুলিশের সহায়তায় সম্মানিত উদ্ধার অভিযান শুরু করা হবে।

সারাবাংলা/এমও

গোসল পদ্মা ফেরিঘাট স্কুল শিক্ষার্থী

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর