Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন জাতীয় ঐক্য: জেবেল রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৪

ঢাকা: গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) গুলশানে ন্যাপ চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ ন্যাপে সদ্য যোগ দেওয়া কৃষক নেতা মো. মহসিন ভুইয়া স্বাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

জেবেল রহমান গাণি বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের পক্ষশক্তির সমন্বয়ে জাতীয় ঐক্য। গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী না হবার কারণে দেশে দুর্নীতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে— যা জাতির জন্য লজ্জাজনক এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

তিনি বলেন, ‘চিনিকল বন্ধ হচ্ছে, পোশাক-কলকারখানায় শ্রমিক ছাঁটাই হচ্ছে। ফলে দেশে কর্মহীন মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশ ন্যাপ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের রাজনীতি করছে। বাংলাদেশ ন্যাপকে নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যেতে হবে। আগামী দিনের রাজনীতিতে ন্যাপকে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।’

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘দুর্নীতি ও অযোগ্য দলীয়করণের কারণে দেশে মারাত্মকভাবে বৈষম্য বেড়েছে। কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আর কিছু মানুষ সামান্য টাকার জন্য সন্তানের চিকিৎসা করতে পারছে না। শুধু বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকের বাংলাদেশ। তাই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

তিনি বলেন, ‘যারা দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করতে চান, তাদের জন্য বাংলাদেশ ন্যাপের দরজা উন্মুক্ত। বাংলাদেশ ন্যাপকে নতুন প্রজন্মের কাছে একটি আদর্শ রাজনৈতিক সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে।’

বিজ্ঞাপন

এ সময় কৃষক নেতা মো. মহসিন ভুইয়া ছাড়াও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার মশিউর রহমান গানি।

দলীয় চেয়ারম্যানের নির্দেশে কৃষক মো. মহসিন ভুইয়াকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সমন্বয়কারী হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।

সারাবাংলা/এজেড/এএম

জেবেল রহমান গাণি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর