Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দমন-পীড়নের মাধ্যমে সরকার টিকে থাকতে চায়’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৭

ঢাকা: দমন-পীড়নের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ঢাকা জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘মানুষের নাগিরক ও ভোটাধিকার হরণ করেছে সরকার, জান-মাল, ইজ্জত-আব্রু নিয়ে ছিনিমিনি খেলছে। নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তারা। বিরোধী দল ও মতের ওপর দমন-পীড়ন ও জুলুম, নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। এ অবস্থান থেকে সরকারকে ফিরে আসতে হবে।’

তিনি বলেন, ‘আল-জাজিরায় প্রকাশিত রিপোর্টে জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত ও অপমানিত। বিশ্বে আমাদের চরমভাবে হেয় করেছে। রিপোর্ট মিথ্যা প্রমাণ করা সরকারের দায়িত্ব।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব শাহাদাত হোসাইন ও মুহাম্মদ হাসমত আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, যুব আন্দোলন সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা জেলা নেতা হাফেজ জয়নুল আবেদীন, আলহাজ্ব সুলতান আহমদ খান, আলহাজ্ব মোহাম্মদ হানিফ মিয়া, ডা. কামরুজ্জামান, এইচ এম জহিরুল ইসলাম, মাওলানা ইলিয়াস হোসাইন, টিএম মাহফুজুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

সম্মেলনে আলহাজ্ব শাহাদাত হোসাইকে সভাপতি, মোহাম্মদ হানিফ মিয়াকে সহ-সভাপতি, হাফেজ মাওলানা জহিরুল ইসলামকে সেক্রেটারি করে ঢাকা জেলা দক্ষিণ এবং মুহাম্মদ ফারুক খানকে সভাপতি, হাজী ইউনুছ আলীকে সহ-সভাপতি এবং মুহাম্মদ হাসমত আলীকে সেক্রেটারি করে ঢাকা জেলা উত্তর কমিটি ঘোষণা করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, ‘রাজনৈতিক নেতানেত্রীদের নীতি ও নৈতিকতা না থাকায় দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান হচ্ছে। বর্তমান দেশ করোনা মহামারির পাশাপাশি চুরি, ডাকাতি, লুটপাট ও দুর্নীতির মহামারি চলছে। আল জাজিরার রিপোর্ট জনমনে উদ্বেগ তৈরি করেছে এবং একটি ঐতিহ্যবাহী মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী ও ৫০ বছরের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের জন্যও বিষয়টি মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘দেশ ক্রমেই অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। সরকার দলীয় স্বার্থে প্রশাসনযন্ত্রকে ব্যবহার করছে। জানমালের নিরাপত্তা নেই। চাল ও তেলের দাম বৃদ্ধিতে জনমনে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।’

সারাবাংলা/এজেড/একে

আওয়ামী লীগ ইসলামী আন্দোলন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর