Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাদু মন্ত্র ম্যাজিকে করোনা নিয়ন্ত্রণ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৬

ফাইল ছবি

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণ কোনো জাদু মন্ত্র দিয়ে হয়নি, এটি ম্যাজিক না, এটির পেছনে কাজ করতে হয়েছে। সমালোচনাকারীরা শুধু সমালোচনা করতে পারে, সমালোচনাকে ঊর্ধ্বে রেখে সঠিকভাবে কাজ করলে সফলতা হবেই। শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা করোনা মোকাবিলায় সক্ষম হয়েছি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য বসে না থেকে আমরা গত মে মাস থেকে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি। ভ্যাকসিন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তা দেওয়া শুরু করেছি। অথচ পৃথিবীর অনেক উন্নত দেশ এখনও ভ্যাকসিন পায়নি। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশ বিশ্বের ৬ নম্বরে রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে সংক্রমণের হার এখন ২ থেকে ৩ পারসেন্টের মধ্যে ভেরি করছে, আর সুস্থহার হার ৯০ ভাগ। ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই আমরা দেশ থেকে করোনাভাইরাস আরও নিয়ন্ত্রণ করতে পারব। আর সুস্থ থাকতে হলে ভ্যাকসিন নিতে হবে।’

মন্ত্রী বলেন, ‘দেশে করোনা নিয়ন্ত্রণ আছে বলেই উন্নয়নের চাকা চলমান আছে।’

পৌর মেয়র রমজান আলীর সভাপতিত্বে কর্মপরিকল্পনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়জুল হক, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী গাউস উল হাসান মারুফ, পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মাঈনু উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করতে হলে একটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। আগামীতে যত উন্নয়ন হবে তা মাস্টার প্ল্যান অনুযায়ী হবে। আগামীতে পৌর এলাকায় একটি মিনি স্টেডিয়াম, শিশুপার্ক, শহরের খাল সৌন্দর্যবর্ধন প্রকল্প গ্রহণ করার জন্য পৌর মেয়রকে অনুরোধ করেন।’

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর