Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন নিলেন ঢামেক পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৮

ঢাকা: করোনা ভ্যাকসিন নিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক। শনিবার (১৩ জানুয়ারি) বেলা ৩টায় হাসপাতালের আন্ডাগ্রাউন্ডে ভ্যাকসিন বুথে ভ্যাকসিন নেন তিনি।

ভ্যাকসিন নেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যখাত ভ্যাকসিন বিষয়ে অনেক অভিজ্ঞ। এ ছাড়া সাহসী ভূমিকাও রয়েছে। করোনায় যেহেতু সারাবিশ্বে প্রাদুর্ভাব ছিল, জনগণ যেন সাহস ও স্বস্তির সঙ্গে ভ্যাকসিন নিতে পারে, সে জন্য আমরা তার ব্যবস্থা করে রেখেছিলাম।’

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পরিচালক বলেন, ‘আমি প্রথম থেকেই ব্যবস্থাপনার দায়িত্বে ছিলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাবমূর্তি যেন বজায় থাকে সেটি দেখার দায়িত্বটা আমার ওপরই ছিল। ভ্যাকসিন প্রদানে এখন একটি ছন্দ চলে আসছে, এই ছন্দপতনের আর কোনো অবকাশ নেই। এ জন্য ভাবলাম ভ্যাকসিন এখন নেওয়া যেতে পারে। সামনে মানুষ যেন স্বস্তির সঙ্গে টিকা নিতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

পরিচালক বলেন, ‘অন্য কেন্দ্রে নিবন্ধন করে আমাদের হাসপাতালে ভ্যাকসিন নিতে চলে এসেছে এমন মানুষের সংখ্যা খুবই কম। কাজেই বুঝা যাচ্ছে মানুষ টিকা নেওয়ার ক্ষেত্রে খুবই সচেতন। আমাদের এখানে যারা আসছে তারা নিবন্ধন হয়েই আসছে। অনেকক্ষেত্রে নিবন্ধন অনুযায়ী এসএমএস না পেয়েও অনেকে টিকা নিতে চলে আসছে। আমরা সেই ক্ষেত্রে আজকে বিশেষ বিবেচনায় কয়েকজনকে ভ্যাকসিন দিয়েছি।’

পরিচালক বলেন, ‘আমরা এরইমধ্যে বুথের সংখ্যা দ্বিগুণ করেছি। এ ছাড়া আমাদের স্টাফ নার্স চিকিৎসকদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি। বয়োজ্যেষ্ঠ কেউ এলে তার জন্যও আমরা বিশেষ ব্যবস্থা রেখেছি। তাদেরকে যেন অপেক্ষা করতে না হয়। বেশির ভাগ লোক যদি ভ্যাকসিন নিয়ে নেয়, তাহলে আমাদের দেশটা আমরা করোনাুমুক্ত রাখতে পারবো। সেই লক্ষ্য সামনে রেখে কাজ করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একে

করোনাভাইরাস কোভিড-১৯ ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর