Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুল ফাগুনের এল মরশুম


১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪২

মায়াবী বাতাসে হেলেদুলে বছরের শেষ যে ঋতুটি আসে—সেটি বসন্ত। থেমে থেমে ঝিরঝিরে হাওয়ায় দিগন্ত ছুঁয়ে সে নতুন করে সজ্জিত করে বাংলার নিসর্গ চরাচর। এ সময় শিমুল, পলাশ ও পারিজাতের মতো অসংখ্য ফুল ফোটে গাছে গাছে। পাখিরা গেয়ে ওঠে বসন্তের গান।

পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছবিগুলো তুলেছেন মো. শাহাদাত হোসেন।  

ফুল ফাগুনের এল মরশুম