Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্টন থেকে সোনা ও বিদেশি মুদ্রাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৮

ঢাকা: রাজধানীর পুরানা পল্টন থেকে প্রায় ৩ কেজি সোনা ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ ২ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শুল্ক গোয়েন্দার নির্ভরশীল একাধিক সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ৫৬/পুরানা পল্টনের একটি মার্কেটের পেছনের ভবন থেকে প্রায় ৩ কেজি সোনা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ২ জনকে আটক করা হয়েছে। সঙ্গে কিছু বাংলাদেশি টাকাও রয়েছে। শুল্ক গোয়েন্দার ধারণা এখান থেকে দেশের বিভিন্ন জুয়েলার্সে সোনা সরবরাহ করা হতো। এমনকি বিভিন্ন চোরাচালান সংগঠিত হয়ে থাকতো।

শুল্ক গোয়েন্দার একজন অতিরিক্ত কমিশনারের তত্ত্বাবধায়নে অভিযানটি পরিচালিত হয়।

সারাবাংলা/এসজে/এমও

টপ নিউজ বিদেশি মুদ্রা শুল্ক গোয়েন্দা সোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর