Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে ১৭ জেলের ১ বছর করে কারাদণ্ড


২০ মার্চ ২০১৮ ১৪:৫৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের জাটকা শিকারের অপরাধে ১৭ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ মার্চ) চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ও উম্মে হাবিবা মিরার আদালত এ রায় দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মাসুদ (১৯), শামীম (১৯), কামাল (২২), জাহিদ (১৮), আশকি রানা (১৮), জয় মন্ডল (২০) কাউসার (২০), আলমগীর (২২), নবীর (৩০), লাবলু (৩০), সবুজ (১৮),মজিবুর (৩০), স্বপন (৩০), ওসমান গনি (৩৫), সাইফুল (২২), শামদি ও নয়ন।

নৌ-পুলিশ জানায়, ইলিশ রক্ষায় নৌ-পুলিশ মঙ্গলবার ভোরে মেঘনায় অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করে। এ সময় ৬৩ হাজার মিটার কারেন্ট জাল, ৯০ কেজি জাটকা ও ৬টি নৌকা জব্দ করা হয়। ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল মাস মেঘনার নির্দিষ্ট এলাকায় মাছ শিকার নিষিদ্ধ রয়েছে। ওই জেলেরা আইন অমান্য করে মেঘনায় মাছ শিকার করছিল। তাদের সবাইকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযানে উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হামসম জানান ,জাটকা রক্ষায় চাঁদপুর নৌ পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা শিকার করার অপরাধে ১৭ জেলেক সাজা দেওয়া হয়েছে।

সারাবাংলা/ এমএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর