Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে না এলে এর খেসারত বিএনপিকেই দিতে হবে’


২০ মার্চ ২০১৮ ১৪:৫৬

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচনে না এলে এর খেসারত বিএনপিকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

জাতীয় প্রেসক্লা‌বে কনফা‌রেন্স লাউ‌ঞ্জে মঙ্গলবার (২০ মার্চ) সকালে প্রয়াত রাষ্ট্রপ‌তি জিল্লুর রহমা‌নের ৫ম মৃত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাং‌স্কৃতিক জোট আয়োজিত এ আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দা‌স।

আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বলেন, ‘কেউ (বিএনপি) য‌দি আগা‌মী নির্বাচ‌নে অংশগ্রহন না ক‌রে, নির্বাচন ব‌সে থাক‌বে না। কে নির্বাচ‌নে আস‌লো, আর কে আস‌লো-না সেটা, নির্বাচ‌ন ক‌মিশ‌নেরও দেখার বিষয় না। আমা‌দেরও দেখার বিষয় না। নির্বাচন যথা সময়েই হ‌বে।’

তি‌নি ব‌লেন, ‘খালেদা এতিম‌দের টাকা মেরে খাওয়ার দায়ে জে‌লে। তার জা‌মিন স্থগিতে সরকা‌রের কোনো ভূ‌মিকা নেই। আইন তার নিজস্ব গ‌তি‌তে চ‌লে। আইনের চো‌খে সবাই সমান। আইন কা‌রো প্র‌তি করুণা কর‌বে, আর কা‌রো প্র‌তি করুণা কর‌বে— না এটি হয় না। কা‌জেই এখা‌নে সরকারের কিছু করার নাই।’

বিএনপির উদ্দেশ্যে কামরুল বলেন, অহেতুক বিভ্রান্ত ও মিথ্যাচার না ছ‌ড়ি‌য়ে আগা‌মী নির্বাচ‌নের জন্য প্রস্তুতি নিন। আর য‌দি নির্বাচনে না আসেন ক্রমান্বয়ে আপনারাই বি‌লীন হ‌য়ে যা‌বেন, ধ্বংস হ‌য়ে যা‌বেন। তাই ব‌লি নির্বাচ‌নে অংশ গ্রহণের প্রস্তুতি নিন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপ‌তি শামসু‌দ্দিন চৌধুরী মা‌নিক, অ্যাডভোটেক বলরাম পোদ্দার প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/আইজেকে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর