গাবতলীতে বন্দুকযুদ্ধ : ঢামেকে আরেকজনের মৃত্যু
২০ মার্চ ২০১৮ ১৫:১৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা : রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের বিপরীতে বেড়িবাঁধ ব্রিজের পাশে র্যাব-১০ এর চেক পোস্টে কথিত বন্দুকযুদ্ধে আহত হানিফ (৪০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামক) মারা গেছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ক্যাজুয়ালটি বিভাগের কলসালটেন্ট ডা. আশরাফ উদ্দিন খান।
তিনি বলেন, হানিফের পেটে ও দুই হাতে গুলির চিহ্ন ছিল।
এর আগে সোমবার রাত ৩টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে বাদশাকে মৃত ঘোষণা করেন।
র্যাব ১০ এর ডিএডি আইয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেড়িবাধ ব্রিজের পাশে তারা একটি চেকপোস্ট বসায়। রাত ৩টার দিকে একটি মাছ ভর্তি পিকআপকে থামার সিগন্যাল দিলে পিকআপ থেকে র্যাবের ওপর গুলি চালানো হয়। পাল্টা জবাবে র্যাবও গুলি ছোড়ে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়।
তিনি জানান, এরা ছিনতাইকারী সদস্য। পিকআপ নিয়ে এরা ছিনতাই করতে বের হয়।
নিহত বাদশার বাড়ি বরিশাল। হানিফের বাড়ি মাদারীপুরের শিবচরের মীরেরচর গ্রামে।
সারাবাংলা/এসএসআর/একে