Saturday 19 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ ফেব্রুয়ারি হোক স্বৈরাচার প্রতিরোধ দিবস: ছাত্র ইউনিয়ন

সারাবাংলা ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৬

চট্টগ্রাম ব্যুরো: ভালোবাসা দিবসের নামে গৌরবের ইতিহাসকে হাতছাড়া না করে ১৪ ফেব্রুয়ারিকে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন।

১৯৮৩ সালে গণবিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে আন্দোলনরতদের মিছিলে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে রোববার (১৪ ফেব্রুয়ারি) ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করেছে সংগঠনটি।

সকালে নিহতদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সংগঠনের জেলা সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক টিকলু দে, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নিশান রায়, হালিশহর থানার সদস্য সাজ্জাতুর জামান অভি, পাহাড়তলী থানার সভাপতি ডেনি বিশ্বাস, বন্দর থানার মোহাম্মদ জীবন, দূর্বার, শুভ দেবনাথ, অর্নব, জুলিয়ান।

সভায় ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ‘১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি গণবিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে মিছিলে স্বৈরাচার এরশাদ সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হন জাফর, জয়নাল, মোজাম্মেল, আইয়ূব, দীপালি, কাঞ্চনসহ নাম না জানা আরো অনেকে। এই দিন স্বৈরাচার প্রতিরোধের দিন। অথচ গরিবের রক্ত ঢেলে নির্মাণ করা ইতিহাস বেদখল হয়ে যাচ্ছে ভালোবাসা দিবসের নামে। হাতছাড়া হয়ে যাচ্ছে ফাল্গুন, হাতছাড়া হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি আমাদের লড়াইয়ের মাস, শপথের মাস। বাঙালির আমাদের ইতিহাসের মোড় ঘোরানো সংগ্রামের মাস। অথচ নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাসের বদলে তুলে দেওয়া হচ্ছে ভালোবাসা দিবসের নামে করপোরেট ব্যবসায়িক আয়োজন।’

বিজ্ঞাপন

‘আমরা ভুলে গেছি আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের ৷ ইতিহাস ভুলে গেছি বলেই সন্ত্রাস- সাম্প্রদায়িকতা ও দখলদারিত্বের রামরাজত্ব কায়েম হতে চলেছে বাংলাদেশে। রক্তে অর্জিত গণতন্ত্র আজ বিপন্ন, বিপন্ন মানবতা-স্বাধীনতা। প্রিয়জনদের সঙ্গে নিয়ে সন্ত্রাসী- চাঁদাবাজ- মাস্তান- লুটেরাদের সামনে মাথা নিচু করে পথ চলতে হয়। আমরা কি দেশের মাটিতে-ক্যাম্পাসে এই অনাচার রুখে দাঁড়াবো না?’

ছাত্র ইউনিয়নের নেতারা আরও বলেন, ‘ভালোবাসার দিন হোক প্রতিদিন। ১৪ ফেব্রুয়ারি হোক স্বৈরাচার প্রতিরোধ দিবস। এদিন ভালোবাসার ফুল দেওয়া হোক শহীদদের স্মরণে। নতুন প্রজন্ম জানুক স্বৈরাচার প্রতিরোধের কথা।’

সারাবাংলা/আরডি/এমআই

১৪ ফেব্রুয়ারি ছাত্র ইউনিয়ন স্বৈরাচার প্রতিরোধ দিবস

বিজ্ঞাপন
সর্বশেষ

হামাস টিকে আছে, থাকবে : খামেনি
১৯ অক্টোবর ২০২৪ ১৭:২৯

দুই দিনে ট্রাফিক আইনে ১৭৭৯ মামলা
১৯ অক্টোবর ২০২৪ ১৭:০৮

সম্পর্কিত খবর