এনসিটিবির চিঠি জালিয়াতিতে সতর্কবার্তা
১৪ ফেব্রুয়ারি ২০২১ ২৩:০৮
ঢাকা: বিনামূল্যের বইয়ের চাহিদা দিয়ে চিঠি জালিয়াতি করে একটি চক্র জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাচ্ছে। এই চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে পাঠানো হয়নি।
রোববার (১৪ ফেব্রুয়ারি) এনসিটিবি থেকে পাঠানো এক চিঠিতে নকল চিঠির ব্যাপারে সবাইকে সর্তক থাকতে বলা হয়েছে।
এনসিটিবি বলেছে, ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে www.textbook.gov.bd/brs ঠিকানায় দাখিলের জন্য ৩ ফেব্রুয়ারি সকল জেলা, উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, [email protected] মেইল চাহিদাপত্র পাঠাতে হবে।
কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে একই তারিখ, স্মারক ব্যবহার করে কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে একটি মেইল জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠানো হয়।
যাতে বলা হয়- পাঠ্যপুস্তকের চাহিদা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ১৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে স্ক্যান করে পিডিএফ ফরমেটে [email protected] এ ঠিকানায় পাঠাতে। যা এনসিটিবি হতে পাঠানো হয়নি। এ চিঠির ব্যাপারে সবাইকে সর্তক থাকতে বলা হয়েছে।
এনসিটিবি আরও বলছে, কেন এ চিঠি নকল করে চাহিদা চাওয়া হয়েছে তা আমাদের কাছে পরিষ্কার নয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশের সাইবার ক্রাইমের কাছে সহায়তা চেয়েছি।
সারাবাংলা/টিএস/পিটিএম