Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ৩২টি সোনার বারসহ গ্রেফতার ২ 

লোকাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৫৬

বেনাপোল: যশোরে ৩২টি সোনার বারসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকা। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় খুলনার র‌্যাব-৬-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার দুজন হলেন, সাতক্ষীরা সদরের কুলতিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মো. শামীম (৪০) এবং যশোরের শার্শা থানার দিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. হুমায়ুন কবীর (২৬)।

বিজ্ঞাপন

র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-যশোর মহাসড়কে যশোরের যুব উন্নয়ন অধিদফতরের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। ভোর ৪টার দিকে সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাস থেকে নেমে দুজনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাদের দেহে তল্লাশি চালিয়ে ৩২টি সোনার বিস্কুট উদ্ধার করে। যা দুজনের কোমরের বেল্টের মাধ্যমে বিশেষ কায়দায় রাখা ছিল।

তিনি জানান, উদ্ধার করা প্রত্যেকটি বিস্কুটে প্রায় ১০ ভরি করে সোনা রয়েছে। ৩২টি বিস্কুটে ৩১৯ ভরি সোনা রয়েছে। এ সোনা ২৪ ক্যারেটের।

সারাবাংলা/এসএসএ

গ্রেফতার যশোর সোনার বার

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর