Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বখাটের উৎপাতে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১১:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলায় বখাটের উৎপাতে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলছাত্রী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগীর বাবা এ ব্যাপারে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওই স্কুলছাত্রী নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

অভিযুক্ত বখাটে যুবকের নাম রকিব মিয়া (২০)। সে উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের আলী রাজার ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাহিরপুরের একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে রকিব মিয়া প্রেমের প্রস্তাব দেয়। ওই ছাত্রী তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর গত কয়েক মাস ধরেই ওই ছাত্রীকে নানাভাবে যৌন হয়রানি করে আসছিল রকিব। বিষয়টি নিয়ে চার মাস আগে গ্রাম্যসালিশ হলেও তাতে কোনো লাভ হয়নি। পরবর্তীতে রকিব ওই স্কুলছাত্রীর মায়ের মোবাইলে আপত্তিকর এসএমএস পাঠানো শুরু করে। এভাবে দিনের পর দিন যৌন হয়রানির অপমান সইতে না পেরে শুক্রবার রাতে ওই স্কুলছাত্রী নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

বিজ্ঞাপন

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সারাবাংলাকে জানান, অভিযুক্ত রকিবকে আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসএ

আত্মহত্যার চেষ্টা বখাটের উৎপাত সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর