‘নির্বাচন ব্যবস্থা ধ্বংসের কলঙ্কে আ.লীগের ৭১’র কৃতিত্ব হারিয়েছে’
১৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:২২
ঢাকা: নির্বাচন ব্যবস্থা ধ্বংসের কলঙ্কে আওয়ামী লীগের ৭১-এর কৃতিত্ব হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি নির্বাচনে মাস্তানি-গুণ্ডামি ও ভোটচুরির মহোৎসব হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন এমনকি নিরাপত্তা বাহিনীগুলোকেও তারা ভোটচুরির কাজে ব্যবহার করেছে।
‘গতকালের পৌর নির্বাচনেও তারা যা করেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। সম্মিলিত মাফিয়াতান্ত্রিক ভোট ডাকাতির আরেকটি বীভৎস দৃষ্টান্ত স্থাপন করলো স্বাধীনতার নেতৃত্বদানকারী দলটি’— বলেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ভোট জালিয়াতি একটি সাধারণ রেওয়াজ হলেও আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে ভোট চুরিকে প্রতিষ্ঠানিকিকরণ করেছে তা নজিরবিহীন। একের পরে এক জাতীয় ও স্থানীয় নির্বাচনকে এভাবে গুণ্ডামি-মাস্তানি ও চুরির উৎসবে পরিণত করায় গণতন্ত্র ও নির্বাচনের প্রতিই মানুষের আস্থা হারিয়ে গেছে। সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটার অনুপস্থিতিই এর প্রমাণ বহন করে।’
রেজাউল করীম বলেন, ‘যে জাতি ভোটের অধিকার রক্ষার প্রশ্নে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে, সেই জাতি স্বাধীনতার ৫০ বর্ষে এসে ভোটের অধিকার পুরোপুরি হারিয়ে ফেলেছে এবং ভোটাধিকার হরণের সেই কলঙ্কে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশকে আবারও ৭১ পূর্ব পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। ৭১ সালে আওয়ামী লীগের কৃতিত্বের পুরোটাই তাদের গত ১৩ বছরের অপকর্মে হারিয়ে গেছে। আওয়ামী লীগ যেন বাংলাদেশের আইযুব খান। এই আধুনিক আইয়ুব শাসনের হাত থেকে জাতিকে রক্ষা করতে আরেকটি ৭১-এর সম্ভাবনা প্রকট হচ্ছে দিন দিন।’
সারাবাংলা/এজেড/এমআই