Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এলাকার বড় ভাইকে সালাম না দেওয়ায় কিশোর হাসান খুন’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১ ২৩:২৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মুগদা এলাকার এক বড় ভাইকে সালাম না দেওয়ায় কিশোর হাসানকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ‘খুনে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বয়স ১৬-১৭ বছরের মধ্যে হওয়ায় নাম প্রকাশ করা যাচ্ছে না।’

এর আগে গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুগদার মান্ডা এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয় হাসান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসানের বড় ভাই বেলালের অভিযোগ, হাসানকে মান্ডার গলিতে সাত থেকে আট জন মিলে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মুগদা থানায় হত্যা মামলা করেছেন হাসানের বাবা আশরাফুল ইসলাম। এই মামলাতেই সাতজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যদের সালাম না দেওয়াকে কেন্দ্র করেই হাসানকে হত্যা করা হয়। ওই কিশোর গ্যাংয়ের নেতৃত্বে ছিল তানভীর। তার সঙ্গে আরও সাত থেকে আট জন জড়িত। তানভীরসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

হাসানের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ভারারা গ্রামে। সে মুগদা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তিন ভাই ও এক বোনের মধ্যে হাসান তৃতীয়। সে একটি প্রিন্টিং প্রেসে কাজ করতো।

মাহবুব আলম বলেন, ‘কিশোর গ্যাংয়ের তৎপরতা আবারও লক্ষ্য করা যাচ্ছে। আমরাও তৎপর রয়েছি। তাদের আইনের আওতায় আনা হবে। ঢাকা শহরের নিম্ন আয়ের অভিভাবকদের সন্তান এসব কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ে। পরে তারা এলাকায় আধিপত্য বিস্তার করে। ছোট ভাই বড় ভাইকে সালাম দিচ্ছে না, সিগারেট খাচ্ছে ইত্যাদি ঘটনাকে কেন্দ্র করেই এসব খুনের ঘটনা ঘটে।’

কিশোর গ্যাং সদস্যদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা?- জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, ‘কিশোর গ্যাংয়ের নেতৃত্বে যদি রাজনৈতিক নেতাকর্মীরাও জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংয়ের তৎপরতা এরই মধ্যেই আমরা কমিয়ে এনেছি।’

সারাবাংলা/এসএইচ/পিটিএম

টপ নিউজ বড় ভাইকে সালাম হাসান খুন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর