Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় মূল সেতুর ৯২ ভাগ কাজ শেষ: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৩

ফাইল ছবি

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, পদ্মায় মূল সেতুর কাজ ৯২ ভাগ এবং পদ্মা বহুমুখী সেতুর সার্বিক কাজ ৮৪ শতাংশ শেষ হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে এ তথ্য জানান।

২০২২ সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ওবায়দুল কাদের বলেন, ‘এই সেতুকে ঘিরে দেশের আগামী দিনের উন্নয়ন আবর্তিত হবে। পদ্মাসেতু নির্মাণ কাজ হলে বাংলাদেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে আপনার আগামীর স্বপ্ন কী?- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমার প্রথম স্বপ্ন সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পথযাত্রায় ভিশন ২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উপযুক্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনে পরিণত করা।’

সারাবাংলা/এনআর/পিটিএম

ওবায়দুল কাদের পদ্মাসেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর