Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ট্রলার ডুবে ৩ শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১১

সাতক্ষীরা: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়ায় কপোতাক্ষ নদ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবে তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বেড়িবাঁধ মেরামত কাজে যাওয়ার সময় ভাটার টানে স্রোতের মুখে পড়ে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১২ জনের মধ্যে নয়জনকে তাৎক্ষনিক উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ।

নিখোঁজ শ্রমিকরা হলেন- বাবুর আলী, শফিকুল, আজিজ। তারা আশাশুনির শ্রীউলা এলাকার বাসিন্দা।

ট্রলার চালক নুর ইসলাম জানান, ভাঙন পয়েন্টে যাওয়ার পথে নদী পার হওয়ার সময় স্রোতের মুখে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি নদীতে পাতা জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, উদ্ধার কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়িকাউনিয়া এলাকায় বিশালাকৃতির খাল তৈরি হয়েছে। গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ভাঙন পয়েন্ট মেরামতের কাজ চলছে। বিভিন্ন স্থানে শ্রমিকরা ঠিকাদারের অধীনে এই ভাঙন পয়েন্ট গত আড়াই মাস ধরে কাজ করছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ ট্রলারডুবি সাতক্ষীরা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর