Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানি দিয়ে করোনার ভ্যাকসিন তৈরির মূল হোতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৫:০৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০৮

পানি ও স্যালাইন দিয়ে করোনাভাইরাসের নকল টিকা বানানোর মূল হোতাকে গ্রেফতার করেছে চীন। কং নামে ওই ব্যক্তি ইতোমধ্যেই ৫৮ হাজার ভ্যাকসিন বানিয়েছেন। যার একটি চালান বিদেশে পাচারও করা হয়। তবে কোন দেশে পাচার করা হয়েছে তা জানা যায়নি। খবর বিবিসির।

এই নিয়ে দেশটিতে করোনা টিকা নিয়ে জালিয়াতির অভিযোগে ৭০ জনকে আটক করা হলো।

আদালত সূত্রের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, কং ও তার সহযোগীরা গত বছরের আগস্টের দিকে সিরিঞ্জ বোতলে স্যালাইন ও মিনারেল পানি ভরে টিকা হিসেবে বাজারজাত শুরু করে। গত বছরের নভেম্বরে এসব টিকার ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়।

চীন এ পর্যন্ত মাত্র চার কোটি মানুষকে টিকা দিতে পেরেছে। তবে দেশটির করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

সারাবাংলা/এএম

নকল ভ্যাকসিন পানি ও স্যালাইন