Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ম পালনে সবাই স্বাধীন: প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৩

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘দেশে ধর্ম পালনে সবাই স্বাধীন। ধর্ম আমাদের উদারতা ও মানবতার শিক্ষা দেয়। তাইতো সব ধর্মের মিলিত সংস্কৃতিই বাঙালির সংস্কৃতি।’

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য শেষে পূজামণ্ডপ পরিদর্শন করেন সৈয়দ মাহমুদ হোসেন।

প্রতি বছরের মতো এবারও সুপ্রিম কোর্টে সরস্বতী পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ আয়োজন করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/এমআই

প্রধান বিচারপতি সরস্বতী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর