দক্ষিণে আটক উত্তর কোরিয়ার নাগরিক
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪২
সীমান্তের ডি-মিলিটারাইজড জোন (ডিএমজেড) পেরিয়ে উত্তর থেকে দক্ষিণ কোরিয়ায় অনুপ্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন। প্রাথমিকভাবে তাকে উত্তর কোরিয়ার নাগরিক বলে মনে করছে দক্ষিণের সেনাবাহিনী। তবে ওই ব্যক্তি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কি না? তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসি।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে ওই ব্যক্তি আটক হন। প্রায় তিন ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গতিবিধির ওপর নজর রাখছিল।
এ ব্যাপারে প্রকাশিত এক বিবৃতিতে দক্ষিণ কোরিয় সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, ওই ব্যক্তি পালিয়ে আসার অভিপ্রায়ে সীমানা পেরিয়ে দক্ষিণে ঢুকে পড়েছেন কি না? তা জানতে তদন্ত চলছে।
এর আগে, ২০২০ সালের নভেম্বরে ডি-মিলিটারাইজড জোনে পুঁতে রাখা বিপজ্জনক স্থল-মাইন এবং কাঁটাতারের বাধা ডিঙিয়ে একজন উত্তর কোরিয়ান ক্রীড়াবিদ দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েছিলেন। পরে তদন্তে দেখা যায় তিনি সীমান্তের দূর্বল সেনসর ব্যবস্থা ফাঁকি দিয়ে দক্ষিণে পাড়ি জমিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০১১ সালে কিম জং উন উত্তর কোরিয়ার ক্ষমতায় আসার পর থেকেই দুই কোরিয়ার সীমান্তে নজরদারি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তা সত্ত্বেও প্রতিবছর সহস্রাধিক উত্তর কোরিয়ার নাগরিক পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেন। পালিয়ে আসা নাগরিকদের মধ্যে দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তা থাকারও নজির রয়েছে।
সারাবাংলা/একেএম