‘করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি খাতের সমন্বয় প্রয়োজন’
১৬ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪৯
ঢাকা: ‘করোনা মহামারিতেও দেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। তবে সামনে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এজন্য করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি খাতের সমন্বয় প্রয়োজন।’
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক ওয়েবমিনারে বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, ‘সরকার করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করছে। সরকারের বিভিন্ন সহায়ক নীতিমালা প্রণয়ন ও সময়োপযোগী বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতি সঠিক পথেই পরিচালিত হচ্ছে। বর্তমান সময়ের বিবেচনায় জাতীয় সঞ্চয়ের কার্যকর ব্যবহার এবং একইসঙ্গে অর্থনীতিতে অর্থপ্রবাহ নিশ্চিত রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘সরকার দেশের কৃষি খাতের আধুনিকায়ন, সমাজের অতিদরিদ্র এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন প্রভৃতি বিষয়ে বেশি মাত্রায় গুরুত্ব দিচ্ছে।‘ এছাড়া রফতানির সার্বিক পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, ‘বেসরকারিখাতের উৎপাদনশীলতা বাড়াতে হবে। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তবে যেসব দেশে আমাদের প্রবাসীরা বেশি হারে নিয়োজিত রয়েছেন, সেখান থেকে প্রবাসীরা দেশে ফেরত আসলে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সকলকে সচেতন থাকতে হবে।’
মূল প্রবন্ধে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘করোনা মহামারির নানামুখী প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও গত ছয় মাসে দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত মাত্রায় পরিচালিত হয়েছে। তবে আমাদের বেসরকারিখাতের উন্নয়নে আরও বেশকিছু কার্যকরী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এবং এ লক্ষ্যে সরকারি ও বেসরকারিখাতকে একযোগে কাজ করতে হবে।‘
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক-এর সাবেক গভর্নর ড. আতিউর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর এবং পলিসি এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ।
সিনিয়র করেসপন্ডেন্ট