Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার ডিএনএ ম্যাচ করা হবে: সিআইডি


২০ মার্চ ২০১৮ ১৭:০৮ | আপডেট: ২০ মার্চ ২০১৮ ১৭:১৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নেপালে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এখনও যাদের পরিচয় শনাক্ত করা যায়নি আগামী বৃহস্পতিবার তাদের ডিএনএ ম্যাচ করা হতে পারে বলে জানিয়েছেন সিআইডি’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান।

মঙ্গলবার (২০ মার্চ) বিকেল ৩টার দিকে সারাবাংলাকে তিনি এ তথ্য জানান। শারমিন জাহান আরও বলেন, গত কয়েক দিনে ৯টি পরিবারের মোট ১৮ জনের ডিএনএ নমূনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার নেপাল থেকে মরদেহগুলোর ডিএনএ নমূনা এলে ওইদিনই ম্যাচ করে দেখা হবে।

তিনি বলেন, এক দেশ থেকে অন্য দেশে ডিএনএ নমূনা আনা বেশ জটিল একটি প্রক্রিয়া। তাই হয়তো বেশি সময় লাগছে। তবে আগামী বৃহস্পতিবার নেপাল থেকে ডিএনএ নমূনা আসার সম্ভবনা রয়েছে।

এক প্রশ্নের জবাবে শারমিন জাহান বলেন, আরও কেউ ডিএনএ নমূনা দিতে এলে গ্রহণ করা হবে।

গত ১২ মার্চ নেপালে ইউএস-বাংলার একটি ফ্লাইট বিধ্বস্ত হলে পাইলট-ক্রসহ মোট ৪৯ জন মারা যান। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে ২৩ জনের মরদেহ সোমবার দেশে এনে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। বাকি তিন জনের মরদেহ এখনো কাঠমান্ডু মেডিকেল কলেজ অ্যান্ড টিচিং হাসপাতাল মর্গে রয়েছে।

সারাবাংলা/ইউজে/এটি

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৪

আরো

সম্পর্কিত খবর