Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হল বন্ধ, ক্যাম্পাসের বাইরে নিপীড়নের শিকার চবি ছাত্রী

চবি করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: ক্যাম্পাসের বাইরে বাজার করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর অভিযোগ, পরীক্ষায় অংশ নিতে এসেছেন তিনি। কিন্তু হল বন্ধ থাকায় ক্যাম্পাসের বাইরে বাসা ভাড়া নিয়ে অনিরাপদ পরিবেশে থেকে পরীক্ষা দিতে হচ্ছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় বাজার করতে গিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হন। এ বিষয়ে চবি প্রক্টরের কাছে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী।

যৌন হয়রানির শিকার ওই ছাত্রী সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নিচ্ছে, কিন্তু হল খুলে দেয়নি। বাধ্য হয়ে দুই নম্বর গেইট এলাকায় ভাড়া বাসায় উঠি। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বাজার করে বাসায় ফেরার পথে এক বখাটে সাইকেল নিয়ে আমার পথ আটকে অশ্লীল প্রস্তাব দেন। আমি মোবাইল বের করে তার ছবি তুলতে গেলে সে দ্রুত চলে যায়।’

বিজ্ঞাপন

এ ঘটনার পর বুধবার দুপুরে ওই শিক্ষার্থীর অভিযোগসহ ছাত্রীদের নিরাপত্তা দেওয়ার দাবিতে চবি প্রক্টরের কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

সংগঠনের চবি শাখার সভাপতি আশুতোষ চাকমা ও সাধারণ সম্পাদক শ্রাবণ চাকমা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার ফলে যে ছাত্রীরা হলে থাকতেন, তাদের এখন বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। ক্যাম্পাস থেকে বাসায় আসা-যাওয়ার পথে তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। বারবার এ ধরনের ঘটনা ঘটছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের বাইরের ঘটনা উল্লেখ করে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। আমরা পরীক্ষায় অংশ নিতে আসা ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি।’

জানতে চাইলে চবি’র প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘ভুক্তভাগী ছাত্রীসহ কয়েকজন এসে একটি অভিযোগ এবং কিছু দাবি দিয়ে গেছে। সিসি ক্যামেরা, লাইট স্থাপন ও যৌন নির্যাতন সেল গঠন করার কথা তারা বলেছেন। আমরা সুনির্দিষ্ট অভিযোগ জমা দিতে বলেছি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সবসময় সতর্ক আছি। আর যৌন হয়রানির বিষয়ে আমরা সবসময় জিরো টলারেন্স প্রদর্শন করি।’

সারাবাংলা/সিসি/টিআর

চবি শিক্ষার্থী নিপীড়নের শিকার যৌন হয়রানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর