Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অতীতে কি হয়েছে জানি না, দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৩

চট্টগ্রাম ব্যুরো: দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনে বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পরিচ্ছন্ন বিভাগ এবং কর বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে আলাদা সভা করেন মেয়র।

পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মেয়র রেজাউল বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগ নিয়ে নগরবাসীর অভিযোগ বেশি। অভিযোগ মিথ্যা প্রমাণ করতে আন্তরিকতার সঙ্গে কাজ করুন। যারা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন তাদের আমি সব ধরনের সহযোগিতা করব। আর যদি কেউ দায়িত্ব পালনে অবহেলা করেন, কোনো ছাড় নেই। অতীতে কি হয়েছে, কি হয়নি- এটি আমার কাছে বিবেচ্য নয়। আমাকে দিয়ে কোনো অনৈতিক কার্যক্রম কেউ করাতে পারবেন না। এখন থেকে আপনারা শতভাগ আন্তরিক হয়ে কাজ করবেন, এটিই আমার প্রত্যাশা।’

রেজাউল আরও বলেন, ‘আমার ১০০ দিনের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে কাজ শুরু করব। কর্মসূচির মধ্যে থাকবে- নগরকে মশামুক্ত করা, পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও ভাঙা রাস্তাঘাট মেরামত করা।’

সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশে বলেন, ‘মেয়রের নির্বাচনী ইশতেহারই এখন চট্টগ্রাম সিটি করপোরেশনের ইশতেহার। মশা নিধনে কীটনাশক ছিটানোর বিষয়ে ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। দশদিনের মধ্যে কাজ শুরু হবে। আন্তরিকতা নিয়ে কাজ করুন। বেতন নেবেন, কাজ করবেন না এটি হবে না।’

এদিকে বিকেলে কর বিভাগের কর্মকর্তাদের সভায় মেয়র বলেন, ‘শহরে বাস করেন, বহুতল ভবন বানিয়ে ভাড়া দেন অথচ পৌরকর দেবে না- এ কেমন মানসিকতা! কেউ আইনের ঊর্ধ্বে নন। সিটি করপোরেশন কোনো ধরনের পৌর কর বাড়ায়নি, শুধু আওতা বাড়িয়েছে। কোনো ভবন যদি একতলা থেকে পাঁচতলা হয়, সেক্ষেত্রে ফ্ল্যাট ভাড়া দিলে বর্ধিত আয়ের কারণে করও বাড়বে।’

বিজ্ঞাপন

প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক মেয়র টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর