সরকারি খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ
১৭ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৩
বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন স্থানে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের হিড়িক চলছে। উপজেলা প্রশাসন এ কার্যক্রম বন্ধে একাধিকবার পদক্ষেপ নিলেও দুর্গম অঞ্চলে দখলের কর্মযজ্ঞ চলে আসছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা স্লুইজ গেট সংলগ্ন খালের একপাশ দখল করে নুরু হাওলাদার ভবন নির্মাণের জন্য কাজ শুরু করেছেন। একই খালের অপরপাশে পাইলিং দিয়ে বালু ভরাট করেছেন স্থানীয় বাসিন্দা আতিয়ার হাওলাদার ও আজিজুল হাওলাদার।
এই দখলের কারণে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় শুয়াগ্রাম, আমবৌলা, জয়রামপট্টি, নারায়ণখানা এলাকার কয়েকশ একর জমিতে বোরো ধানের চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
খাল দখলকারী নুরু হাওলাদার বলেন, ‘এটা তো বাড়ি বানাচ্ছি না। দোকানঘর তোলার জন্য কাজ শুরু করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, ‘খাল দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’
সারাবাংলা/একে