সেচ নির্বিঘ্ন রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৯
ঢাকা: চলতি সেচ মৌসুমে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প চালু রাখতে গ্রাহকদের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একইসঙ্গে দুর্ঘটনা এড়াতে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকেও বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বিদ্যুৎ বিল কম রাখতে দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনগুলোতে অতিরিক্ত বাতির ব্যবহার বন্ধ রাখতে বলা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ বলছে, বেআইনিভাবে ইজিবাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জ বন্ধ রাখতে হবে। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ওয়েট অ্যান্ড ড্রাই পদ্ধতিতে সেচ কাজ চালাতে হবে। এ কারণে সবাইকেই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বলা হয়েছে।
কেবল ব্যবহারকারী নয়, চলতি সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে বিতরণ কোম্পানিগুলোকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সারাবাংলা/জেআর/টিআর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিভাগের নির্দেশনা সেচ সেচ মৌসুম