Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধাদের তালিকা সতর্কতার সঙ্গে তৈরির অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৫

ঢাকা: মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা সতর্কতার সঙ্গে তৈরির অনুরোধ জানিয়েছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২০তম বৈঠক এই অনুরোধ করা হয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য আলহাজ মো. দবিরুল ইসলাম, মো. মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম ও অ্যারোমা দত্ত বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, বৈঠকে সংসদের ফ্লোরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে যথাসময়ে সেসব প্রকল্পগুলোর কাজ শেষ করার জন্য সুপারিশ করেছে কমিটি। এছাড়া জেলা ও উপজেলার মাঠ পর্যায়ে কাজের পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এছাড়া বাস্তবতার নিরিখে সব পর্যায়ে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশও করা হয়।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য ‘মুক্তিযুদ্ধভিত্তিক প্যানোরমা’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় স্মৃতিস্তম্ভ নির্মাণ ও সব প্রকল্প বাস্তবায়নের প্রতি সমন্বিত প্রয়াস কামনা করেছে কমিটি। এছাড়া বৈঠকে শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান, তাদের পরিবার পরিজনের সুরক্ষা ও চিকিৎসা সেবার মানোন্নয়ন, সর্বোপরি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে আরও গতিশীল করার প্রত্যয় জানানো হয়।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

মুক্তিযোদ্ধাদের তালিকা সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি সংসদীয় স্থায়ী কমিটি

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর