Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশে ফেব্রুয়ারিতে অনির্বাণ লাইব্রেরির ফ্রি মেডিকেল ক্যাম্প

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৫ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩৭

ঢাকা: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে মেডিকেল ক্যাম্প আয়োজন করবে অনির্বাণ লাইব্রেরি। খুলনা জেলার পাইকগাছা উপজেলার প্রত্যন্ত গ্রাম মামুদ কাটীতে লাইব্রেরি ভবন চত্বরে এই ক্যাম্পে যে কেউ বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। এর আগের দিন একই উপজেলার কপিলমুনি মেহেরুন নেসা বালিকা বিদ্যালয় মাঠে হবে ফ্রি মেডিকেল ক্যাম্প।

অনির্বাণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক নিখিল ভদ্র জানান, অনির্বাণ লাইব্রেরি জ্ঞানের আলো বিস্তারের পাশাপাশি দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এরই অংশ হিসেবে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ওই ক্যাম্প থেকে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহায়তায় অনির্বাণ লাইব্রেরি এবং মুন্সি আফজাল হোসেন ও সেলিমা খাতুন ফাউন্ডেশন এই ক্যাম্পের আয়োজন করছে।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ময়েজ উদ্দিন আহমেদ, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান (গাইনি) অধ্যাপক ডা. রওশন আরা বেগম এবং অনির্বাণ লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্রসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দুই দিনের ক্যাম্পে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসারা রোগী দেখবেন। তাদের মধ্যে থাকছেন— খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাহানা রাজ্জাক আলী (গাইনী বিশেষজ্ঞ), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. উৎপলা মজুমদার (গাইনী অ্যান্ড অবস.), রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. নিশিথ রঞ্জন দে (চর্ম ও যৌন বিশেষজ্ঞ), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক সৌমিত্র সরকার (নিউরোসার্জারি), ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. প্রভাত কুমার সরকার (স্নায়ুরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ), ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালের কনসালট্যান্ট ডা. মহুয়া চন্দ্র (শিশু নিউরোলজি), যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. এ এইচ এম আব্দুর রউফ (অর্থোপেডিক সার্জারি), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মিলন কুমার চৌধুরী (ইএনটি)।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে আরও থাকছেন অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ (ডায়বেটিস বিশেষজ্ঞ), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. পম্পা চন্দ্র (চর্ম ও যৌন বিশেষজ্ঞ), সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. কল্যানাশীষ সরদার, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা. বিশ্বজিৎ মন্ডল (মেডিসিন ও নিউরোলজি), ঢাকা ইবনে সিনা মেডিকেল ইমেজিং সেন্টারের কনসালট্যান্ট ইউরোলজিস্ট ডা. মো. আব্দুস সালাম (জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন), যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মো. ইয়াকুব আলী মোল্লা, ঢাকা মেডিকেল কলেজের ডা. কাজী শহিদুল আলম (অর্থোপেডিক সার্জারি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডা. দীপক কুমার মন্ডল, (জনস্বাস্থ্য বিশেষজ্ঞ), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মিঠুন দেবনাথ (শিশু বিশেষজ্ঞ), যশোরের শুভ্র ডেন্টাল কেয়ারের ডা. সুপ্রিয়া দাস প্রিয়াংকা (ওরাল ও ডেন্টাল সার্জন), যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. স্বপন মজুমদার (মেডিসিন ও শিশু) এবং পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. প্রশান্ত কুমার মন্ডল ও ডা. সঞ্জয় কুমার মন্ডল। এছাড়া স্থানীয় অন্যান্য চিকিৎসকরাও মেডিকেল ক্যাম্পে অংশ নেবেন।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

অনির্বাণ লাইব্রেরি ফ্রি মেডিকেল ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর