কর্মস্থলে সৎ ও দায়িত্বশীল হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৪২
ঢাকা: কর্মস্থলে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হয়ে কাজ করতে কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তিনি বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও আত্মপ্রীতি অন্তরকে যেমন ছোট করে তেমনি কর্মস্থলের পরিবেশ নষ্ট করে। নিজেদের দুর্নীতির কারণে কর্মস্থলকে তারা কলুষিত করেন। তাই সবাইকে কর্মস্থলে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হতে হবে।
বুধবার (১৭ ফেব্রুযারি) রাজধানীর পূর্ত ভবনের সম্মেলন কক্ষে ৩৮ তম বিসিএস গণপূর্ত ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন ইবাদতের শামিল। সরকারের অর্পিত দায়িত্বকে পবিত্র দায়িত্ব মনে করে কর্মস্থলকে পবিত্র রাখতে হবে।
নতুন যোগদান করা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্খিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আপনাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।
গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহিদ উল্লা খন্দকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেআর/এসএসএ