Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমবঙ্গে বোমা হামলা, মন্ত্রীসহ আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১০:১৬

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিমতিতা রেলওয়ে স্টেশনে বোমা হামলায় রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা জাকির হোসেনসহ ১৪ জন আহত হয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ওই বোমা হামলার ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডে।

বুধবার মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে কর্মী সমর্থক পরিবেষ্টিত অবস্থায় রেল স্টেশনে পৌঁছালে প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ করে বোমা হামলা চলে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে হামলার সময়কার ভিডিও ছড়িয়ে পড়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মন্ত্রীর ওপর বোমা হামলা হয়েছে। আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে চিকিৎসকদের পরামর্শে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়। বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। তদন্ত চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মন্ত্রীর হাতে-পায়ে গুরুতর আঘাত লেগেছে। তবে তার অবস্থা স্থিতিশীল।

জাকির হোসেনের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্য এবং জেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। তৃণমূলের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর ওপর পূর্বপরিকল্পিত ভাবেই এই হামলা চালানো হয়েছে।

তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ঝামেলার কারণেই এই হামলা চলেছে।

সারাবাংলা/একেএম

টপ নিউজ পশ্চিমবঙ্গে নির্বাচন বোমা হামলা শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর