‘মাস্ক ছাড়া কেউ শহীদ মিনারে প্রবেশ করতে পারবে না’
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫২
ঢাকা: মুখে মাস্ক ছাড়া একজন ব্যক্তিকেও শহীদ মিনারে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, ক্যাম্পাস ও শহীদ মিনার এলাকায় মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।’
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব তথ্য জানান।
কমিশনার বলেন, ‘করোনার কারণে দলবলসহ শহীদ মিনারে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। সাংগঠনিক পর্যায়ে সর্বোচ্চ ৫ জন ও ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুইজনকে আসতে বলা হয়েছে। এর বেশি কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার কেন্দ্রিক আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দেহ তল্লাশি করে সকলকে প্রবেশ করানো হবে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই। পুলিশ, ডিবি পুলিশ, বোম ডিসপোজাল ইউনিটসহ সব গোয়েন্দা সংস্থা কাজ করছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এর বাইরে শহীদ মিনারের প্রতি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।’
জঙ্গিদের মনিটরিংয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণত এ ধরণের বিশেষ দিবসকে কেন্দ্র করে জঙ্গিবাদী সংগঠনগুলো সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকে। তারা চায়, ছোট একটি ঘটনা ঘটিয়ে তা আন্তর্জাতিক পর্যায়ে তা বড় করে ফলাও করা। তবে তারা কোনটাই করতে পারবে না। সেই সাহস নেই তাদের। আমরা তাদের নজরদারিতে রেখেছি। সাইবার টিম অনলাইনে নজরদারি অব্যাহত রেখেছে।’
সারাবাংলা/ইউজে/এমও