ধূম্রজাল কেটে গেছে, মানুষ দলে দলে ভ্যাকসিন নিচ্ছে: র্যাব ডিজি
১৮ ফেব্রুয়ারি ২০২১ ২০:০২
ঢাকা: র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, করোনাভাইরাসের টিকা নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, গুজব ছড়িয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল তা কেটে গেছে। মানুষ এখন দলে দলে টিকা নিচ্ছে, রেজিস্ট্রেশন করছে। কোনো শঙ্কা নেই।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে ফ্রন্টলাইনার হিসেবে র্যাব ফোর্সেসের ভ্যাক্সিন প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
র্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘করোনার টিকা নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল। গুজব ছড়িয়ে যে শঙ্কা তৈরি করেছিল সেসব কেটে গেছে। এখন মানুষের মধ্যে আস্থা চলে এসেছে। মানুষ এখন দলে দলে টিকা নিচ্ছেন ও রেজিস্ট্রেশন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। সফলভাবে মানুষ টিকা নিচ্ছেন। দেশে খুব ভালোভাবে ভ্যাকসিন কার্যক্রম চলছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন। উৎসবমুখর পরিবেশে টিকা দেওয়া হচ্ছে।’
র্যাব ডিজি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সকলের সহযোগিতায় আমরা করোনা ভাইরাসের টিকা পেয়েছি। র্যাবের সদস্যসহ সারা দেশের মানুষ এখন টিকা নিচ্ছেন। কিন্ত পৃথিবীর অনেক দেশেই এখনো করোনার টিকা পাইনি। তবে আমরা উন্নত অনেক দেশের সঙ্গে তাল মিলিয়ে প্রথম থেকেই টিকা পেয়েছি। আমাদের দেশের এখন পর্যন্ত প্রায় ১৬ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন।’
করোনায় র্যাব সদস্যদের আক্রান্তের সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, ‘করোনায় র্যাবের ১০ হাজার সদস্যদের মধ্যে প্রায় ২৫ শতাংশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে র্যাব সদস্যদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা কম ছিল মাত্র ৬ জন। যদিও আমাদের কাছে প্রতিটি জীবনই মূল্যবান। এই বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করেছি।’
র্যাবের টিকাদান কার্যক্রম কোথায় কোথায় চলবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সদর দফতরের যেহেতু লোকসংখ্যা বেশি সেই জন্য এখানে আমরা আলাদা ভাবে টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। ব্যাটেলিয়ানগুলো সিভিল সার্জনের ও মেডিকেল কলেজগুলোর সঙ্গে যোগাযোগ করে টিকা নিচ্ছেন। এছাড়া সিলেটে আমাদের অধিকাংশ লোক টিকা নিয়ে ফেলেছেন। বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে আমাদের সদস্যরা টিকা নিচ্ছেন। সরকারি নিয়ম নীতি অনুসরণ করে র্যাব সদস্যদের পরিবারের লোকজন ও সাধারণ মানুষ র্যাব সদর দফতরে টিকা নিতে পারবেন।’
এসময় র্যাব ডিজি, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার ও র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহসহ আরও অনেকে করোনার টিকা নেন।
সারাবাংলা/এসএইচ/এমও