যশোর পৌরসভা নির্বাচনে কোনো বাধা নেই
১৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৪
ঢাকা: যশোর পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। এর ফলে যশোর পৌর নির্বাচন আয়োজনে কোনো বাধা থাকলো না।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ওই আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস। অন্যদিকে রিটকারীর পক্ষে ছিলেন পঙ্কজ কুমার কুন্ডু।
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি যশোর, মুন্সিগঞ্জের মীরকাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচন স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। পৃথক তিন রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারিসহ আদেশ দেন।
এর মধ্যে, যশোর সদর পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটগ্রহণের জন্য দিন ধার্য আছে।
পৌরসভার সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে রিট আবেদন করা হয়েছিল। আদালত শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশও দিয়েছিলেন।
সারাবাংলা/কেআইএফ/এমও