Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪০

একুশের প্রথম প্রহরে শহিদ মিনার যেন একটুকরো বাংলাদেশ

ঢাকা: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দিবসটি পালনে সব স্কুল-কলেজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়াপাঠ, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

মাউশির নির্দেশনায় আরও বলা হয়, ২১ ফেব্রুয়ারি সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক নিয়মে, সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলন করতে হবে এবং সূর্যাস্তের সময় তা নামাতে হবে। পতাকা অর্ধনমিত রাখতে সঠিক নিয়ম অনুসরণ করতে হবে।

দিবস পালনে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় রেখে ব্যবস্থা নিতে বলছে মাউশি। নির্দেশনায় বলা হয়েছে, সব জেলা-উপজেলা সদরে করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জাতীয় কর্মসূচির মঙ্গে সঙ্গতি রেখে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করবে।

একেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ পাঁচ জন শিক্ষক-শিক্ষার্থীকে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

সারাবাংলা/টিএস/টিআর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাউশি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর