Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিএনপির ৭০ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৮

ঢাকা: রাজশাহীতে নির্বাচনি সহিংসতার অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ ৭০ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। জেলার চারঘাট, বাঘা, পুটিয়া ও নওহাটায় নির্বাচনি সহিংসতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে এসব বিএনপি নেতাকর্মী জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

বিএনপি নেতাকর্মীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন দলটির আইন সম্পাদক কায়সার কামাল ও আইনজীবী মাফুজুর রহমান মিলন।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী মাফুজুর রহমান মিলন বলেন, রাজশাহী জেলার চারঘাট, বাঘা, পুটিয়া ও নওহাটা এলাকায় নির্বাচনি সহিংসতার ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলায় বিএনপির ১৪১ জন নেতাকর্মীকে আসামি করা হয়। মামলাগুলোর ৭০ জন আসামি আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

মিলন বলেন, জামিন আবেদনের শুনানি নিয়ে আদালত তাদের চার সপ্তাহের জন্য জামিন দেন। একইসঙ্গে তাদের আগামী চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/টিআর

আগাম জামিন তিন মামলা নির্বাচনি সহিংসতা বিএনপি নেতাকর্মী

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর