আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমজিদ তাবোউনি পার্লামেন্ট ভেঙে দিয়ে আইনসভার আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারের অসন্তোষ প্রকাশের পর তিনি এমন আহ্বান জানালেন।
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তাবোউনি বলেন, তিনি ৪৮ ঘণ্টার মধ্যে সরকার রদবদলের কাজ সম্পন্ন এবং ‘হিরাক’ বিক্ষোভ আন্দোলনের সাজাপ্রাপ্ত কর্মীদের ক্ষমা ঘোষণা করবেন। খবর এএফপির।