Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সপ্তাহ না, সারাবছরই চিকিৎসা দিতে হবে : নাসিম


২০ মার্চ ২০১৮ ১৯:২১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশ উন্নয়শীল দেশের অন্তর্ভুক্ত হয়েছে। দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশ অনেক পথ এগিয়েছে। এ জন্য প্রতিদিন মানুষকে সেবা দিতে হবে। এক সপ্তাহ অনুষ্ঠান করে সেবা দিয়ে বাকি সময় ফাঁকি দিলে, অবহেলা করলে চলবে না।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ২০-২৫ মার্চ পর্যন্ত জাতীয় পর্যায়ে স্বাস্থ্য সেবা সপ্তাহ আয়োজন করেছেন। মঙ্গলবার দুপুড়ে স্বাস্থ্য সেবা অনুষ্ঠানের উদ্বোধনকালে স্বাস্থ্য মন্ত্রী এ কথা বলেন।

সব সময়ই সেবা প্রদান এবং ঘরে ঘরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে ১০হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ ও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য শীঘ্রই ৪০ হাজার কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ভাবে উন্নয়নের ছক্কা মারছেন। তেমনি নির্বাচনেও ছক্কা মেরে ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহেদ মালেক স্বপন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য সচিব ফয়েজ আহমেদ, ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ আরও অনেকে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, এ ৬ দিন যেসকল রোগী হাসপাতালে আসবে তাদের কিছু পরীক্ষা বিনা মূল্যে প্রদান করবো। এছাড়া সেবামূলক আরও বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রীর অবদানে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এ কারণে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর