নতুন শহিদ মিনার পেল শেকৃবি
শেকৃবি করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৮
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৮
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভাষা শহিদদের স্মরণে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো শহীদুর রশীদ ভুঁইয়া।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক আগের দিন শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শহিদ মিনারটির উদ্বোধন করা হয়।
নবনির্মিত শহিদ মিনারের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো হারুন-উর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন ও স্নাতকোত্তর শিক্ষার ডিন অধ্যাপক ড. অলোক কুমার পাল।
এছাড়াও শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর