Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবন্ধী শিশু ধর্ষণের পর ভারতে পালানোর সময় অভিযুক্ত গ্রেফতার

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৩

জয়পুরহাট: জেলার পাচঁবিবি উপজেলার আটাপাড়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর ভারতে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর ভারত সীমান্ত এলাকার জিরো পয়েন্ট ল্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুহুল আমিন ওরফে টুটুল (৫০) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভইডোবা গ্রামের বজলার মাস্টারের ছেলে।

বিজ্ঞাপন

শনিবার (২০ ফেব্রুয়ারি) পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের ওই ছাত্রী বাড়ির পাশে সুপারি বাগানে তার সহপাঠীদের সঙ্গে খেলা করছিল। টুটুল কৌশলে তাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি তার বাবা-মাকে বিষয়টি জানালে তার বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে অভিযানে নামে। দিবাগত রাতে ভারতে পালিয়ে যাওয়াছর সময় রামভদ্রপুর সীমান্ত এলাকার নিজ গ্রাম ভইডোবা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চিকিৎসার জন্য মেয়েটিকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং শনিবার দুপুরে আদালতের মাধ্যমে টুটুলকে জেল হাজতে পাঠানো হয়েছে, বলেও জানান ওসি পলাশ চন্দ্র দেব।

সারাবাংলা/এমও

গ্রেফতার শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর