Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুত স্মৃতির বেদী [ছবি]


২০ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪২

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ফুলে ফুলে ভরে উঠবে এই শহিদ বেদী

সালাম, জব্বার, রফিক, জব্বার, শফিউরের রক্তে রাঙানো একুশ। ৬৯ বছর আগে রক্তের বিনিময়ে তারা নিয়ে এসেছিলেন মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা। সেই শহিদদের রক্তস্নাত জমিনের স্মৃতি হয়ে ঢাকা মেডিকেল কলেজ ঘেঁষে দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় শহিদ মিনার। একুশের প্রথম প্রহর থেকেই সেই স্মৃতির বেদীতে শ্রদ্ধার ঢল নামে জাতির। সেই শ্রদ্ধার্ঘ্য গ্রহণের জন্য প্রস্তুত স্মৃতির মিনার।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় শহিদ মিনার ঘিরে চলছে প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি আলপনার রঙে শহিদ মিনারকে রাঙানোর কাজটিও শেষ। গোটা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে— এমনটি জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। সব মিলিয়েই এখন কেবলই শ্রদ্ধা নিবেদনের পালা।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ও শনিবার (২০ ফেব্রুয়ারি) সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমানফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদের ক্যামেরায় উঠে এসেছে একুশের প্রথম প্রহরকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত শহিদ মিনারের ছবি

কেন্দ্রীয় শহিদ মিনার টপ নিউজ ভাষা আন্দোলন শহিদ মিনার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর