Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভাষা আন্দোলনের ইতিহাস বাঙালির আত্মপরিচয়ের মাইলফলক’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালির আত্মপরিচয়ের মাইলফল, বাঙালি জাতির চেতনার উন্মেষে অনির্বাণ দ্বীপশিখা। তাই ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে সঠিকভাবে জানাতে হবে এবং তাদের উৎসাহিত করতে হবে আরও জানার জন্য।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগের অংশ হিসেবে কমপ্লেক্স চত্বরে শহীদ মিনার স্থাপনের সঙ্গে জড়িতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া তার বক্তব্যে বলেন, ‘পৃথিবীর মধ্যে বাংলাভাষাই একমাত্র ভাষা যেটি আমরা রক্ত দিয়ে অর্জন করেছি। ভাষা আন্দোলনই প্রথমে স্বাধিকার এবং পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল।’

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসিফ হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়া বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার এবং পরিচালক গণসংযোগ ও ফোরামের সহ-সভাপতি মো. তারিক মাহমুদ।

সারাবাংরলা/এএইচএইচ/পিটিএম

আত্মপরিচয় বাঙালি ভাষা আন্দোলন মাইলফলক

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর