Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রদ্ধার ডালি নিয়ে হাজারো মানুষ চট্টগ্রামের শহিদ মিনারে

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২১ ০০:৪৭

চট্টগ্রাম ব্যুরো: বাংলা ভাষাভাষী বাঙালির মাথা উঁচু করে দাঁড়াবার দিন একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বীর শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে চট্টগ্রামবাসী।

করোনাকালে ব্যাপক জনসমাগমের ওপর বিধিনিষেধ থাকলেও শহিদ মিনার প্রাঙ্গণে উপস্থিতির কমতি ছিল না। বরং সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি উপেক্ষিত হতে দেখা গেছে। সংগঠন থেকে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ দুই জনের শ্রদ্ধা নিবেদনের যে নির্দেশনা সিএমপি জারি করেছে, খোদ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলরদেরই সেটা মানতে দেখা যায়নি।

বিজ্ঞাপন

রবিবার (২১ ফেব্রুয়ারি) পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে শনিবার রাত ১১ টার পর থেকেই শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে লোকজন আসতে শুরু করে। বিভিন্ন সংগঠন, নানা শ্রেণীপেশার মানুষ স্লোগানে মুখর করে তোলে শহিদ মিনার এলাকা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী কাউন্সিলরদের নিয়ে শহিদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানান চট্টগ্রামের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমাণ্ডার।

প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষ হলে শহিদ মিনার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে এবারের একুশের ভোরে প্রভাতফেরিতে ব্যাপক জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বিজ্ঞাপন

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আব্দুর রউফ সারাবাংলাকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সংগঠন থেকে পাঁচজন এবং ব্যক্তিপর্যায়ে দুই জনের বেশি আমরা ঢুকতে না দেওয়ার চেষ্টা করেছি। তবে জনসমাগম বেশি ছিল। এতে কিছুটা সমস্যা হয়েছে। প্রভাতফেরিতেও ব্যাপকভাবে জনসমাগমের মাধ্যমে করতে দেওয়া হবে না। শ্রদ্ধা জানানোর ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ থাকবে।’

এছাড়া একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহিদ মিনারের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল এবং সংগঠন শহিদ মিনারে শ্রদ্ধা জানাবে।

নগর বিএনপি এবং সহযোগী সংগঠন সকাল ১০টায় শোভাযাত্রা সহকারে শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাবে। এসময় দক্ষিণ ও উত্তর জেলা বিএনপিও শ্রদ্ধা জানাবে বলে জানান নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইদ্রিস আলী। তিনি বলেন, ফুল দেওয়ার পর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে পৃথক কর্মসূচি পালন করা হবে।

এছাড়া বাংলাদেশে কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাসদ, জাসদ, উদীচীসহ নানা দল ও সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে রোববার সকাল সাড়ে ৯টায় লালদীঘি পাড়ের সিটি করপোরেশনের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ছবি: শ্যামল নন্দী

সারাবাংলা/আরডি/এসএসএ

চট্টগ্রাম শহিদ মিনার শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর