Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষা শহিদদের স্মরণে ইসলামিক ফাউন্ডেশনের দোয়া-মোনাজাত

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪৬

ঢাকা: মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সংক্ষিপ্ত আলোচনা, কুরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে এসব অনুষ্ঠান হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সকল পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

মহান শহিদ দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০ টি ইসলামিক মিশন, সাতটি ইমাম প্রশিক্ষণ একডেমি ও সকল অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে সকাল সাড়ে আটটায় আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের রূহের মাগফিরাত কামনায় কুরআনখানি দোয়া ও মুনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

অন্যদিকে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে আজ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সারাবাংলা/এএম


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর