Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাবি হারিয়ে ৪ ঘণ্টা লেট, নকল চাবিতে ঢাকার পথে ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫১

সিরাজগঞ্জ: চাবি হারিয়ে যাওয়ার প্রায় ৪ ঘণ্টা পর নকল চাবি দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। নির্দিষ্ট সময়ের পর ট্রেন ছাড়ায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। স্টেশনে থাকা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে এই ঘটনায় পাকশী রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুস সোবাহানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাজী এতথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাজার স্টেশনেই থাকে। প্রতিদিন সকাল ছয়টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রাতে বাজার স্টেশন প্লাটফর্মে ট্রেন রেখে গেলে কে বা কারা ইঞ্জিন রুমের জানালা খুলে ট্রেনের রিভারসেল হ্যান্ডেলটি (চাবি) চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে সকাল পৌনে আটটার দিকে বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে বিকল্প চাবি আনলে নয়টা ৪৮ মিনিটে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

তিনি বলেন, তদন্ত কমিটি বিকেলেই সিরাজগঞ্জ পৌঁছে তদন্ত শুরু করবে।

সারাবাংলা/এএম

টপ নিউজ ট্রেন সিরাজগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর