১৩ মার্চ হল খুলছে না, আগের সিদ্ধান্ত বাতিল
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৭
ঢাকা: দেশের সব বিশ্ববিদ্যালয়ের হলগুলো ১৩ মার্চ খুলে দেওয়া হবে এরকম সিদ্ধান্ত থাকলেও তা বাতিল করা হয়েছে। সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয়গুলোয় ক্লাস শুরু হবে। এর সাতদিন আগে খলে দেওয়া হবে সব হল।
শিক্ষামন্ত্রী বলেন, ‘১৫ হাজার ৯২৪ জন বিশ্ববিদ্যালয় শিক্ষককে এই মাসে টিকা দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে শিক্ষক আছেন ৪ লাখ ৬ হাজার ৪৭৯ জন। এরাও টিকা পাবে কয়েকদিনের মধ্যে এছাড়াও ১ লাখ ৬২ হাজার ৮৬১ কর্মচারী-কর্মকর্তাও টিকা পাবেন।’
মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন ছাড়া কোন শিক্ষার্থী হলে উঠতে পারবে না। শুধুমাত্র শারিরিক সমস্যার কারণে ভ্যাকসিন না নেওয়া গেলে ওই আবাসিক শিক্ষার্থী ছাড় পাবেন। না হলে কোনো শিক্ষার্থী হলে উঠতে পারবেন না।’
সারাবাংলা/একে