Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট সুষ্ঠু হচ্ছে না— মানতে নারাজ সিইসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৩ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ২০:১৭

যশোর: দেশে সুষ্ঠ নির্বাচন হচ্ছে না এ কথা মানতে নারাজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে যশোরের কেশবপুরে পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

এ বিষয়ে নূরুল হুদা বলেন, দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে। নির্বাচনী ৬০ শতাংশের উপর মানুষ ভোট দিচ্ছে। মিডিয়াতেই বলা হয়- কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়, নারীরা দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছে। পরিবেশ পরিস্থিতি ভালো থাকলেই নারীরা কেন্দ্রে গিয়ে ভোট দেয়। ফলে নির্বাচন সঠিক, প্রতিযোগিতামূলক হচ্ছে।

তিনি বলেন, পৃথিবীর সবস্থানেই নির্বাচনে কিছু সহিংসতার ঘটনা ঘটে। প্রতিযোগিতামূলক নির্বাচন হলে মানুষের মধ্যে সহনশীলতার অভাব দেখা দেয়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তা দ্রুত প্রশমনও করে। ফলে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, মানুষ ভোট দিচ্ছে না, প্রতিযোগিতামূলক হচ্ছে না- এসব কথা মানতে একেবারেই রাজি না আমি।

সিইসি আরও বলেন, আদালতের একাধিক আদেশের কারণে ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন করা সম্ভব হবে না। তবে দ্রুত সময়ের মধ্যে এ নির্বাচন করতে চায় কমিশন। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন শেষ করার ইচ্ছা পোষণ করেন তিনি।

কেশবপুর পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার এর আগে নির্বাচনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে ওই বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।

সারাবাংলা/এনএস

টপ নিউজ সিইসি কে এম নুরুল হুদা সুষ্ঠ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর